|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাপাহারে জেএসসি ফলাফলে শীর্ষে ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে এবারে জেএসসির ফলাফলে শীর্ষ স্থান দখল করেছে সাপাহারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়।
এ বছর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৫৮ পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ৭৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলায় শীর্ষ স্থান অধিকার করেছে।
এব্যপারে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাজেদুল আলম নিশ্চিত করে বলেন, এবারে উপজেলায় শীর্ষে থাকায় শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের পরিশ্রমে এ ফলাফল পেয়েছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.