|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে উপজেলা তথ্য কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০১৯
মো: মাসুদ রানা,কচুয়াঃ
‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির’ মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন, নারী নির্যাতন , বাল্য বিবাহ প্রতিরোধ, কৃষি,শিক্ষা,মুক্তিযোদ্ধের চেতনা ও আইনী সহায়তার বিষয়ে কচুয়ার ৪নং পালাখাল মডেল ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কচুয়া উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উপজেলার মেঘদাইর গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ। এ সময় তিনি বলেন বাংলাদেশের অর্ধেক নারী । এতো বিপুল জনগোষ্ঠীকে উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আইনী সহায়তার জন্যে আপনারা ৯৯৯ এ এ কল করে তাৎক্ষনিক সেবা পেতে পারেন।
উপজেলা তথ্য অফিসার শারমিন সুলতানার পরিচালনায় এসময় উঠান বৈঠক অনুষ্ঠানে উপজেলা তথ্য সেবা সহকারী আফরোজা আক্তার, নাদিয়া সুলতানা,ইউপি সদস্য আব্দুল মান্নান,লাকী আক্তার,উদ্যোক্তা শাহজালাল মিয়া,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ শতাধিক নারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.