|| ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ পুলিশের নিরাপত্তামূলক প্রস্তুতি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০১৯
নিজস্ব প্রতিবেদক,
থার্টি ফার্স্ট নাইটে জনসাধারনের চলাফেরা করার লক্ষে বাড়তি পুলিশ মোতায়েনের করা হবে।
১। থার্টি ফার্স্ট নাইটে জনসাধারনের নির্বিঘ্ন চলাফেরা নিশ্চিত করার লক্ষ্যে দেশের সকল স্থানে বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল ব্যবস্থা জোরদার থাকবে।
২। যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এবং বিশৃঙ্খলা এড়াতে গোয়েন্দা নজরদারির জন্য দেশের সকল স্থানে ইউনিফর্মড পুলিশের পাশাপাশি সাদা পোষাকে পুলিশ তৎপর থাকবে।
৩। ব্লক রেইড ও চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশী জোরদার করা হবে।
জনসাধারণের জন্য নির্দেশনা
১। সন্ধ্যার পর উন্মুক্ত স্থান বা বাড়ির ছাদে যেকোনো ধরনের নাচ-গান ও ডিজে পার্টি আয়োজন থেকে বিরত থাকুন।
২। যেকোনো ধরনের আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকুন।
৩। উচ্চস্বরে হর্ণ বাজানোসহ বিকট শব্দে ও বেপরোয়া গতিতে গাড়ি ও মোটর সাইকেল চালানো পরিহার করুন।
৪। খোলা পিকাপ ভ্যানে সাউন্ড সিস্টেম ব্যাবহার করে পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে উচ্চ শব্দে গান বাজানো থেকে বিরত থাকুন।
৫। এছাড়াও জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকুন।
যেকোনো সময়/পরিস্থিতিতে পুলিশ, এম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক জরুরী সেবা পেতে ৯৯৯ নম্বরে কল করুন।
৯৯৯ নম্বরে কল করলে কোন কল চার্জ কাটা হয় না, মোবাইলে টাকা না থাকলেও ৯৯৯ নম্বরে কল করা যায়।
নিজে সচেতন হই
অন্যকে সচেতন করি
নিরাপদ জীবন গড়ি
পোষ্টটি শেয়ার করে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়তা করুন
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.