|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পোরশায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পোরশা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে/২০১৯ ইং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ,সন্ত্রাস, ইভটিজিং,নারী নির্যাতনের কুফল সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রাদান করেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) বিনয় কুমার।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে (ওপেন হাউজ ডে শেষে) প্রধান অতিথি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাল্যবিবাহ ইভটিজিং মাদক বিষয়ে আলোচনা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.