|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
কচুয়ায় পল্লীবিদ্যুৎ সমিতির ৫নং এরিয়ার পরিচালক পদে তৌহিদুল ইসলাম খোকা নির্বাচিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০১৯
মোঃ মাসুদ রানা, কচুয়াঃ
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি -১ কচুয়া জোনাল অফিসের আওতায় ৫নং এরিয়ার পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার কোয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শান্তিপূণ্যভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা বৈদ্যুতিক বাতি প্রতীকে ১৫শ ৫৯ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো. সফিকুল আলম ছাতা প্রতীকে ৩শ ২৯ ভোট পান।
নির্বাচনে ৪ প্রার্থীর মধ্যে শ্যামল ও শাহ আলম নির্বাচন থেকে সরে গিয়ে তৌহিদুল ইসলাম খোকাকে সমর্থন দেয়। নির্বাচনে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধানের দায়িত্ব পালন করেন বাপবিবো ঢাকা এর প্রধান প্রকৌশলী (প্রকল্প) এর উপ-পরিচালক (কারিগরী) মো. আমিনুর রহমান। এছাড়া নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন- বাপবিবো ঢাকা এর সহকারী পরিচালক (প্রশাসন) মো. রাজন হোসেন, সহ প্রকৌশলী মো. সুফি সাদেক ও এজিএম (এডমিন) মো. আমিনুল হক চৌধুরী। এসময় কচুয়া জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ছবি: বিজয়ের পর নেতাকর্মীদের সাথে পরিচালক পদে নির্বাচিত তৌহিদুল ইসলাম খোকা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.