|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাকিলায় ব্যাবসায়ী সিরাজুল ইসলাম ট্রেনের ধাক্কায় মৃত্যু- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০১৯
হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি,চাঁদপুর থেকে ছেড়ে আসা লাকসামগামী ট্রেনের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুর-টু লাকসাম রেল সড়কের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন পরিষদ ভবনের দুইশ গজ দক্ষিণে দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
নিহত সিরাজুল ইসলাম উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামের পঞ্চায়েত বাড়ীর মৃত আব্দুল হালিম সওদাগরের ছেলে।
তিনি দূর্ঘটনাস্থল এলাকা বাকিলায় নতুন বাড়ী করে পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি বাকিলা বাজারের একজন কাঠ ব্যবসায়ী ও ফানিচার দোকান ছিলো। নিহত সিরাজুল ইসলামের স্ত্রী ও তিন কন্যা সন্তান রয়েছে বলে দৈনিক বাংলার অধিকারকে জানান।
নিহতের আত্মীয় রইফুল ইসলাম জানান, দুপুর ১টায় সিরাজুল ইসলাম জুমার নামাজ পড়ার উদ্দেশে ঘর থেকে বের হন। এরপর মসজিদে যাওয়ার পথে লাকসামগামী ঘাতক সাগরিকা ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
চাঁদপুর রেলওয়ে পুলিশ এসে নিহতের মরদেহ থানা হেফাজতে নিয়ে যায়।
চাঁদপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ছারওয়ার আলম জানান, সিরাজুল ইসলাম রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া লাকসামগামী সাগরিকা কমিউটার ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরবর্তীতে মরদেহ উদ্ধারপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে এলাকা বাসির দাবি, সবসময় এখানে গুরুত্ব ভাবে মৃৃত্যুবরন করে এলাকায় একটি আতংক সৃষ্টি করে। কিছু দিন আগেও একজনের মুুুত্যু হয়ে।
এখানে একটি সিকিউরিটির রাখার প্রয়োজন বলে জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.