|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় প্রতিবন্ধী অটিজিয়াম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০১৯
মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামে প্রতিবন্ধী অটিজিয়াম বিদ্যালয়ে প্রায় অর্ধশতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী উন্নয়ন ও পূর্নবাসন কল্যান সংস্থার সার্বিক আয়োজনে রবিবার বিকালে কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আক্তার উদ্দিন প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন।
স্থানীয় সমাজ সেবক মো. আব্দুল মান্নান খন্দকারেরর সভাপতিত্বে ও প্রতিবন্ধী উন্নয়ন ও পূর্নবাসন কল্যান সংস্থার পরিচালক খান আশরাফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার কামাল হোসেন কামু, কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, সম্পাদক জিসান আহমেদ নান্নু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিনহাজ উদ্দিন তালুকদার ও সংগঠনের পরিচালক মিসেস জেসমিন ইসলামসহ আরো অনেকে। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, উপকারভোগী ও একালাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ার হোসেনপুর গ্রামে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আক্তার উদ্দিন প্রধানসহ অন্যান্যরা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.