|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
বড়াইগ্রামে পাঁচশত ইয়াবা সহ আটক ২-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০১৯
সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদ্রক ব্যাবসাইকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার রাত ৮ ঘটিকার দিকে উপজেলা উপলশহর পূর্বপাড়া এলাকা থেকে উদ্বার করা হয়। আটক ব্যাক্তিরা উপজেলার উপলশহর পূর্ব পাড়া আশকান মন্ডল ছেলে আশরাফুল মন্ডল (২৫) ও তফেজ উদ্দিন সরদার ছেলে সাইদুল সরদার (৪০)।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এস এম জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই ইয়াবা ট্যাবলেট উদ্বারসহ দুইজনকে আটক করা হয়। তিনি আরো জানান উদ্বারকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছে বলে স্বীকার করেছে। বড়াইগ্রাম থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.