|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
কচুয়ায় দুবৃর্ত্তদের পেট্রোলের আগুনে ৩টি বসতঘর ভস্মিভূত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০১৯
মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়ার বাইছারা-নোয়াপাড়া গ্রামে নিরীহ ফখরুল ইসলাম ভূঁইয়ার ৩টি বসতঘর পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতে কে বা কাহারা শত্রুতার জের ধরে পেট্রোলের আগুন দিয়ে ফখরুল ইসলামের ছোট বড় ৩টি ঘর পুড়িয়ে দেয় । এতে নগদ টাকা,স্বর্ন গহনা ও মালামালসহ প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করছে।
ক্ষতিগ্রস্থ ফখরুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম জানান, ঘটনার রাতে সন্তানদের নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ মধ্য রাতে আগুনের লেলিহান শব্দ শুনে ঘুম ভাঙ্গে। এসময় ডাক চিৎকার আশে পাশের লোকজন এসে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। ততক্ষনে ৩টি ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারটি বসবাসের শেষ সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে এবং বিভিন্ন এনজিও সংস্থার ঋন নিয়ে দিশেহারা হয়ে পড়েছে।
ছবি : কচুয়ার বাইছারা গ্রামে দুবৃর্ত্তদের পেট্রোলে পুড়ে যাওয়া গৃহের একাংশ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.