|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
স্বপ্নীল কন্ঠ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ শাহরাস্তি উপজেলা শাখার ১ম বছর পূর্তি,আলোচনা ও সাহিত্য আড্ডা সম্পন্ন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ ডিসেম্বর, ২০১৯
সিদ্দিকুর রহমান নয়ন:
চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় সাহিত্য সংগঠন "স্বপ্নীলকন্ঠ" সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাহিত্য আড্ডা অনুষ্টিত হয়েছে।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌর এলাকার কৃষ্ণপুর শান্তিকুঞ্জে এটি অনুষ্টিত হয়।
সাপ্তাহিক "সকলের কন্ঠ" পত্রিকার সম্পাদক ফয়েজ আহমেদের সঞ্চালনায় প্রথম পর্বে সভাপতিত্ব করেন, টামটা দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান ভূঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চ্যানেল ৭১'এর প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ মইনুল ইসলাম কাজল, বিডি কারেন্ট নিউজ-এর প্রকাশক ও সম্পাদক শেখ মহসীন,দুই দুই বার রাষ্ট্রপতি পদকে ভূষিত উপজেলা আনসার ভিডিপি কমান্ডার মোঃ আবদুস ছাত্তার প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এসময় এমন সাহিত্য আড্ডা বা সাহিত্যাঙ্গনের মোহড়া আমাদের চোখে পড়ে না। স্বপ্নীলকন্ঠ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের এমন আয়োজনে মুগ্ধ হয়ে এধরণের অনুষ্ঠানে স্বপরিবারে এসে উপভোগ করার জন্য সবাইকে উদ্বাত্ত আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আমিনুল ইসলাম, ডাঃ বিল্লাল হোসেন, সামাজিক সংগঠন সুহৃদ সমাজের সভাপতি ইঞ্জিনিয়ার ইমতিয়াজ সিদ্দিকী তোহা, সাধারণ সম্পাদক তানজিজুল আজিজ রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত হোসেন, পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক নুরুল করিম শাহীনূরসহ আরও অনেকে।
দ্বিতীয় পর্বে সাহিত্য আড্ডায় স্বপ্নীলকন্ঠ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ শাহরাস্তি উপজেলা কমিটির সভাপতি- গাজী কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রিয় সভাপতি কবি, সাংবাদিক ও সংগঠক মোঃ হাসানুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক কবি ও লেখক সৌম্য সালেহ্, সাপ্তাহিক মানব সমাজ পত্রিকার নির্বাহী সম্পাদক, কবি ও লেখক, মনিরুজ্জামান বাবলু, সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, দূর্বার নিউজ 24. Com সম্পাদক ও সংগঠনের সহ-সভাপতি মোঃ রুহুল আমিন তরুন ও অধ্যাপক আমিনুল ইসলাম খোকন মঞ্চ অলংকৃত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, কবি ও লেখক আজিজ লিপন, ছড়াকার গাজী আবদুল্লাহ আল মাহমুদ, আবৃত্তি শিল্পী রোমানা রুমকি, স্বপ্নীলকন্ঠ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ শাহরাস্তি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. সিদ্দিকুর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা বাপ্পী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পলাশ চন্দ্র দাসসহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।
সাহিত্য আড্ডায় লেখা পাঠ করেন, শিশু আবৃত্তি শিল্পী আরিশা নূর, জুনায়েদ হোসেন তাহি, নূরে তাজ নুহা ও আফরোজা মেহেরীন মীরা।
অতিথি আবৃত্তি শিল্পী হিসেবে আবৃত্তি করেন ফয়েজ আহমেদ।
স্বরচিত লেখা পাঠ করেন, আবু সালেহ আবদুল্লাহ, মনিরুজ্জামান বাবলু, অধ্যাপক আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম শান্ত, মোঃ হাসানুজ্জামান, গাজী কবির হোসেন, আবদুল্লাহ্ আল্ নোমান ও তাসলিমা হক।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.