|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ ডিসেম্বর, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ প্রতিনিধি: "সুস্বাস্থ্যের জন্য শরীরচর্চা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে জেলা শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় সেখানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, প্রমুখ।
নওগাঁর প্রাক্তন ছাত্রী ফোরাম, উম্মে কুলসুম মেমোরিয়াল একাডেমি ও ইথেন এন্টারপ্রাইজ প্রা. লি. এর আয়োজনে এবং নাফিসা নূর সাথী'র সার্বিক তত্তাবধায়নে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বয়সের হাজারো নারী ও পুরুষের অংশ গ্রহণে শহরের এটিম মাঠ থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে সান্তাহার, শহর বাইপাস কাজীর মোড় হয়ে আবার এটিম মাঠে এসে শেষ হয়।
এছাড়াও সন্ধ্যায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.