|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার মেঘদাইরে ৮ মাস ধরে পানিতে ভাসে গণ শৌচাগারটি- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ ডিসেম্বর, ২০১৯
স্টাফ রিপোর্টার,কচুয়াঃ
পাবলিক টয়লেট সর্বসাধারণের ব্যবহারের জন্য,কিন্তু টয়লেটটি যদি বছরের প্রায় ৮ মাসেই পানিতে ভাসে তাহলে সর্বসাধারণ ব্যবহার করবে কি করে। তেমনি চাঁদপুরের কচুয়া উপজেলার মেঘদাইর বাজার সংলগ্ন পাবলিক টয়লেটটি।
২০১৮ সালে ২ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে মেঘদাইর বাজারের রাস্তা থেকে প্রায় ১০০ গজ দূরে তৈরি করা হয় এই পাবলিক টয়লেটটি । পাবলিক টয়লেটে ব্যবহারে যাতায়াতের জন্য নির্মাণ করা হয়নি রাস্তা, তাই বছরের প্রায় ৮ মাসেই পানিতে ভাসে টয়লেটটি। বর্তমানে বাজার অনেক দূরে পাবলিক টয়লেটটি নির্মান করায় বাজার ব্যবসায়ীরা এ টয়লেটটি ব্যবহার করতে অনিহা প্রকাশ করেন। এতে চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে বাজার মুখিব্যবসায়ী ও ক্রেতাদের।
ওই বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, এই টয়লেটটি বেশির ভাগ সময়েই পানিতে থাকে, টয়লেটে আসা যাওয়া করার জন্য কোন রাস্তা না থাকায় আমরা টয়লেটটি ব্যবহার করতে পারছিনা। টয়লেট ব্যবহার করার জন্য আমাদের বিভিন্ন বাড়িতে যেতে হয় এবং মানুষের বিভিন্ন ধরনের কথা শুনতে হয়। তাই অতিদ্রæত টয়লেটে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ করা অতিব জরুরি বলে তারা দাবী করেন।
টয়লেট নির্মান উদ্যোক্তা মো. বাবুল মুন্সী বলেন, আমার টয়লেট তৈরি করে দেয়ার কথা আমি টয়লেট তৈরি করে দিয়েছি, রাস্তা তৈরি করার কাজ আমার নয়।
কচুয়া: কচুয়ার মেঘদাইর বাজার সংলগ্ন অকেজো পাবলিক টয়লেট।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.