|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাপাহারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিবের দাফন সম্পন্ন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ ডিসেম্বর, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিবের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১ টার হৃদ রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বেলা ২ টায় নির্বাহী ম্যাজেস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী'র নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পর তার লাশ উপজেলা দুকুড়িপাড়া গ্রামের
পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল জব্বার, সাপাহার রিপোর্টার্স ফোরামের সভাপতি সাংবাদিক হাফিজুল হক, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, সাংবাদিক সোহেল চৌধুরী রানা সহ প্রমূখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.