|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপের শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যা- লয়ের বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ ওপুরস্কার বিতরনী অনুষ্ঠান -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ ডিসেম্বর, ২০১৯
স্বপন কুমার রায় খুলনাজেলা প্রতিনিধিঃ
সোমবার ২৩ নভেম্সবর সকাল ১১ টারদিকে ২২ নং শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচানা পর্ষদের সভাপতি শ্রীসেনজিৎ রায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী সুকল্যাণ রায়, অত্র প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী অমর কৃষ্ণ রায় সহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী শচীন্দ্রনাথ রায়। এখানে উল্লেখ্য যে, অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ করা হয় বিদ্যালয়ের সভাপতি প্রসেনজিৎ রায়ের সৌজন্যে। তিনি সভাপতি হিসেবে দ্বায়িত্ব গ্রহণের পর থেকে বিগত তিন বছর পূর্ব থেকে তার প্রয়াত ঠাকুর দাদা ও ঠাকুরমার স্মৃতি রক্ষায় " প্রয়াত শ্রী জীতেন্দনাথ ও আদুরী স্মৃতি বার্ষিক মেধাবী শিক্ষার্থী পুরষ্কার" নামে এই বৃত্তিমূলক কর্মসূচি গ্রহণ করেছেন এবং চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের সভাপতি না থাকলেও তিনি আমৃত্যু এই কর্মসূচি চালিয়ে যেতে চান। এখানে আরো উল্লেখ্য যে আগামী ইং ৩০/১২/২০১৯ তারিখ শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণী-২০১৯ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, প্রসেনজিৎ রায় উক্ত বিদ্যালয়েরও সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন তাই অত্র বিদ্যালয়ের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদেরও উল্লেখিত বৃত্তিমূলক কর্মসূচির আওতায় পুরস্কৃত করা হবে সভাপতির সৌজন্যে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.