|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
কুয়েত নাঃগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক ফোরামের বিজয় দিবস উদযাপন – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ ডিসেম্বর, ২০১৯
মোঃ বিলাল উদ্দিন,কুয়েত প্রতিনিধিঃ বিপুল উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক ফোরাম কুয়েত শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১শে ডিসেম্বর) রাত ৯টায় কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজক সংগঠনের সভাপতি আবুবক্কর সিদ্দিক এর সভাপতিত্বে ও উপদেষ্টা মনিরুল আলম মনির এবং সাইদুর রহমান সেন্টুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মুহসিন দেওয়ান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েতের সাংগঠনিক সম্পাদক ও কুয়েতে মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা।
বিশেষ অতিথি ছিলেন, বন্ধুমহল কুয়েত এর সভাপতি জামাল আবু ফারহান, নারায়ণগঞ্জ মানব কল্যাণ পরিষদ কুয়েত এর সভাপতি মোঃ সেলিম, বৃহত্তর নোয়াখালী বন্ধুমহল এর সভাপতি শাহাজাহান আবু ছামিয়া, প্রবাসী সংগঠক মোহাম্মদ ইসমাইল।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করে অবর্ণনীয় ত্যাগে অর্জিত ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয় নিয়ে আলোচনা করেন প্রবাসী নেতারা।
বক্তব্য রাখেন, দ্বীন ইসলাম মিন্টু, রবিউল ইসলাম,লুৎফর গাজী,হাজী সাইফুদ্দিন বেপারী,আঃরহমান দাদা ভাই, রেজাউল করিম, আব্বাছ মিয়া,নুরুজ্জামান,ওমর ফারুক, রুহুল আমিন,জালাল মিয়া,জালাল সরকার, জালাল মিয়া,মাজহারুল ইসলাম,পাপ্পু, নাজিমুদ্দিন, জালাল সরকার,জামাল রোজসহ অনেকে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.