|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সকলের সহযোগিতা চাই -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ ডিসেম্বর, ২০১৯
মোঃ মাসুদ রানা, কচুয়াঃ
পুলিশের সেবা সাধারন জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে ও আপনার ওসির সাথে সরাসরি কথা বলতে চাঁদপুরের কচুয়া থানায় চালু হয়েছে ‘হ্যালে আপনার ওসি’ নামের ব্যতিক্রমী সেবা কার্যক্রম। বুধবার বিকালে উপজেলার পালাখাল বাজারে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়ালী উল্লাহ অলি।
উদ্বোধনী অনুষ্ঠানে ওসি ওয়ালী উল্যাহ অলি বলেন,আইনী সেবা সাধারন মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতেই উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ব্যতিক্রমী এ আয়োজন। যখনই পুলিশের সহযোগিতা প্রয়োজন তখনই ওসির মুঠোফোনে কল দিবেন। কোনো দালাল বা কোনো ব্যক্তির দ্বারস্থ হবেন না। তিনি আরো বলেন, থানায় জিডি বা অভিযোগ করতে কাউকে অর্থ দিতে হয়না। আপনাদের যে কোনো সমস্যা পুলিশকে নির্ভয়ে জানাবেন। আমরা চেষ্টা করব সমাধান ও পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকতে। বিশেষ করে পালাখাল মডেল ইউনিয়নকে মাদকমুক্ত সহ সকল অপরাধ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষনা করতে সকলের সহযোগিতা চাই। সকলে মিলে সহযোগিতা করলে আরো সুন্দর ইউনিয়ন গড়ে তোলা সম্ভব হবে। তিনি এসময় উপস্থিত দু’জন ভ‚ক্তভোগীর সমস্যা সমাধানে আইনী পরামর্শ দেন এবং পালাখাল বাজারে চুরি, ছিনতাই রোধে বাজার পাহারাদের পাশাপাশি পুলিশি টহল জোরদারের প্রতিশ্রæতি দেন এবং আপনার ওসি কার্যক্রম নিয়ে পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় হাজির হওয়ার ঘোষনা দেন।
পালাখাল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো: খলিলুর রহমানের সভাপতিত্বে ও কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, যুদ্ধকালীন কমান্ডার মো. আব্দুল রশিদ পাঠান, সাধারন সম্পাদক প্রানধন দে,কচুয়া থানার এসআই কাজী মো. হুমায়ুন কবির,যুগান্তর পত্রিকা সাংবাদিক জিসান আহমেদ নান্নু, কচুয়া পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মানিক,সাধারন সম্পাদক খোরশেদ আলম খোকন,মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার,পালাখাল মডেল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জি.এম আলী আর্শ্বাদ,পালাখাল বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো: জাকির হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান সর্দার,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: জসিম উদ্দিন মিয়াজী প্রমুখ। এসময় বাজার ব্যবসায়ী ডা: স্বাধীন চন্দ্র চৌধুরী,ইউপি সদস্য আব্দুল খালেক,সমাজ সেবক জমির হোসেন মিয়াজী, তাজুল ইসলাম,একেএম রুহুল আমিন রুশদী,মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,সমাজ সেবক দেলোয়ার হোসেন,বাজারের ক্রেতা-বিক্রেতা,সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কচুয়া : কচুয়ার পালাখাল বাজারে আপনার ওসি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ওসি মো: ওয়ালী উল্লাহ অলি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.