|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সরস্বতী পূজার দিন ঢাকা সিটি নির্বাচন! হিন্দু সম্প্রদায় মানুষেরা ক্ষুব্ধ
প্রকাশের তারিখঃ ২৪ ডিসেম্বর, ২০১৯
সেপাল নাথ, বার্তা সম্পাদক<>
সরস্বতী পূজার দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সরস্বতী পূজার কারণে ওই দিন রাজধানীর অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ভোটগ্রহণ কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির আশঙ্কা ব্যক্ত করেছেন অনেকেই। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সমকাল পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে আরও জানা যায়, ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৯ জানুয়ারি সকাল সোয়া ৯টায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজার তিথি (পঞ্চমী তিথি) শুরু হচ্ছে। ৩০ জানুয়ারি সকাল ১১টা ২৫ মিনিট পর্যন্ত এ তিথি রয়েছে। এ হিসেবে এবারের সরস্বতী পূজা ২৯ জানুয়ারির পাশাপাশি ৩০ জানুয়ারিও উদযাপিত হচ্ছে। আর সব সরস্বতী প্রতিমা বিসর্জন হবে ৩০ জানুয়ারি সকালে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী বলেছেন, পরিস্থিতিতে করণীয় নির্ধারণে আগামী ২৭ ডিসেম্বর বৈঠক ডাকা হয়েছে। নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনা ছাড়া বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.