|| ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি
নওগাঁয় ডিবি’র পৃথক অভিযানে মাদকসহ আটক ৩-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ ডিসেম্বর, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি.
নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ ৩ জনকে আটক করেছে নওগাঁ ডিবি পুলিশের একটি দল। আটককৃতরা হলো পত্নীতলা থানার চক গোবিন্দ ডাঙ্গা পাড়ার মৃত সাদেক বক্সের ছেলে শাজাহান আলী (৫২), বদলগাছী থানার চক গোপিনাথ গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মাহমুদুল হাসান (৪০) ও একই উপজেলার সাগরপুর গোয়ালপাড়া গ্রামের মোহাম্মাদ আলীর স্ত্রী চম্পা বেগম (৪০)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার মাননীয় পুলিশ সুপার প্রকৌশলী জনাব আব্দুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশনায় ডিবি এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে রবিবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে শাজাহান আলীকে নিজ বাড়ী থেকে ২০ বোতল ফেন্সিডিল, মাহমুদুল হাসানকে নিজ বাড়ী থেকে ৩৫ পিচ ইয়াবা ও ২৯ গ্রাম হিরোইন ও চম্মা বেগম বেগম কে নিজ গ্রাম থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
নওগাঁ জেলা শাখার (ডিবি) ওসি এ কে এম শামছুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী ও পত্নীতলা থানায় পৃথক মামলা দায়ের হয়েছে। তারা সকলেই কু্খ্যাত মাদক ব্যাবসায়ী। তাদের সকলের বিরুদ্ধে একাধিক মামলা আছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.