|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাহুবলে আদিবাসী বাগানের শ্রমিকদের মধ্যে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ ডিসেম্বর, ২০১৯
সুশীল চন্দ্র দাস হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জে বাহুবল উপজেলার মধুপুর চা বাগান সংলগ্ন আদিবাসী ত্রিপুরা জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম। রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম,পিপিএম এর উদ্যোগে উপজেলার কালিগজিয়া ত্রিপুরা পল্লীতে অর্ধশতাধিক দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন, এ সময় উপস্থিত ছিলেন বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিলন,ইন্সপেক্টর তদন্ত মোঃ আলমগীর কবির, পুটিজুরী ফাঁড়ির ইনচার্জ মুবাশ্বির হোসেন, বাহুবল প্রেসক্লাব সভাপতি মোঃ নুরুল ইসলাম নুর,সাংবাদিক জুবায়ের আহমেদ ও মনিরুল ইসলাম শামীম সহ বিভিন্ন লোকজন।
পরবর্তীতে বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানের প্রায় ৭০জন দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা,এসময় উপস্থিত ছিলেন বৃন্দাবন চা বাগানের ম্যানাজার নাছির উদ্দীন, ২নং পুটিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামছু উদ্দিন তারা মিয়া, সহ উল্লেখকৃত বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.