|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ছাত্র নিহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ ডিসেম্বর, ২০১৯
সুজন কুমার,নাটোরঃ
নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আমির হামজা নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত আমির হামজা বড়াইগ্রামের গুনাইহাটি গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও মাঝগ্রাম কারিগরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। রবিবারে বনপাড়া পৌরসভার মালিপাড়া আফতাব ফিড মিল মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রাইভেট পড়তে এসে পড়া শেষে শিক্ষকের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হলে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। ফলে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.