|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
দাগনভূঞায় ইয়াবাসহ নারী গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ ডিসেম্বর, ২০১৯
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:
দাগনভূঞা পৌর এলাকার উত্তর শ্রীধরপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে গতকাল রাতে ১৫৫ পিস ইয়াবা সহ শাহেদা আক্তার সুমী (২৭) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, ওইদিন রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী উপজেলার বন্দুয়া খিল পাড়ার আবদুল করিমের স্ত্রী শাহেদা আক্তার সুমীকে ইয়াবা সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পুলিশ বাদী হয়ে থানায় তাকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে। মামলার তদন্তকারী অফিসার এসআই মনোয়ার হোসেন জানান, ধৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়। থানার অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামী দীর্ঘদিন যাবত ফুলগাজী থেকে মাদক সরবরাহ করে তা বিক্রি করে আসছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.