|| ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি
আওয়ামী লীগের ২১ তম সম্মেলনে সভাপতি শেখহাসিনা ও সাধারণ ওবায়দুল কাদেরকে বনেকের অভিনন্দন – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ ডিসেম্বর, ২০১৯
নিজস্ব প্রতিবেদক,
বাংলাদেশ আওয়ামী লীগের ২১ তম সম্মেলনে শেখ হাসিনা পুনরায় সভাপতি এবং ওবায়দুল কাদের আবারও সাধারণ সম্পাদক হওয়ায় ডেলিগেটদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক)।
আজ রবিবার (২২ ডিসেম্বর) বনেকের এক আলোচনা সভায় আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে তৃতীয় দিনে দলের নব-নির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে সংগঠনটি জানান, আমরা আশা করি নতুন নেতৃত্ব দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
শুভেচ্ছা বার্তায় নতুন এই কমিটির প্রতি আহবান জানিয়ে জানান, নতুন নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে আরো জোড়ালো ভূমিকা পালন করবে।
বিবৃতি দিয়েছেন বাংলাদেশে অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের (বনেক) উপদেষ্টা মিয়াজী সেলিম আহমেদে, সভাপতি খায়রুল আলম রফিক, সিনিয়র সহ-সভাপতি তাজবির সজিব, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা জিন্নাতুন নাহার, প্রচার সম্পাদক নাহিদুর রহমান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.