|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে কনকনে শীতে অসহায়দের পাশে ইউএনও বৈশাখী বড়ুয়া ও মেয়র লিপন
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০১৯
খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
কনকনে শীত। থর থর কাঁপছে মানুষ। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। কন কনে শীতে বস্তিতে অসহায় শীতার্ত মানুষগুলো একেবারে অসহায়। এমনি অবস্থায় তাদের দরকার একটা শীত নিবারনের বস্র। প্রয়োজন একটুকরো কম্বল। তখনি কন কনে শীতে নেমে পড়লেন হাজীগঞ্জ উপজেলার ইউএনও বৈশাখী বড়ুয়া। তিনি শীতার্ত্ব মানুষের কষ্টের কথা ছিন্তা করেই কনকনে শীতের মধ্যেই হাজীগঞ্জ উপজেলার চিন্নমুল রেল লাইনের পাশে পড়েথাকা শীতার্তদের পাশে দাঁড়ান। শীত নিবারনের জন্য বিতরন করেন কম্বল। তিনি শুক্রবার ও শনিবার সন্ধ্যায় তীব্র শীত উপেক্ষা করে শীতার্ত্বদের মাঝে কম্বল বিতরন করেন। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তার এ প্রশংসনীয় উদ্যোগকে হাজীগঞ্জ বাসি স্বাগত জানিয়েছেন। তিনি সর্বস্তরের সকলকে শীতার্তদের পাশে দাঁড়াবার আহবান জানিয়েছেন।
এদিকে পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপন তীব্র শীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন। তিনি বৃহস্পতিবার সকালে শৈতপ্রবাহ শুরু হতেই রাস্তায় নেমে পড়েন কম্বল নিয়ে। তিনি নিজ হাতে ২ শ কম্বল এবং প্রত্যেক ওয়ার্ডে বিতরনের জন্য ৬ হাজার কম্বল বিতরন প্রধান করেন। এ দুই ব্যক্তির সমপযোগী উদ্যোগ প্রসংশার দাবী রাখে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.