|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাংলাদেশি প্রবাসিদের এয়ারপোর্টে ভিআইপি মর্যাদা দেয়া হোক – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০১৯
বিশেষ প্রতিনিধিঃ
প্রবাসীদের কষ্ট কেউ বুঝবে না। টাকা খরচ হবে বিধায় রুম ভাড়া করেনা অনেক প্রবাসী। সারাদিন কাজ করার পর তারা খোলা আকাশের নিচে ঘুমায়। মাস শেষে জমানো টাকা দেশের স্বজনদের জন্য পাঠায়।
তাদের অর্থে বাংলাদেশের রেমিটেন্স সমৃদ্ধ হয়। দেশের অর্থনীতির চাকা ঘুড়ে। নবাবগঞ্জের খানেপুর ইসলামীয়া ইবতেদায়ী মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে মাহফিল কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নান্নু মিয়ার সভাপতিত্বে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
বক্তার আরো বলেন, এসব প্রবাসীরা যখন দেশে ফিরে, তখন এয়ারপোর্টে তাদেরকে নাজেহাল হতে হয়।
দুর্ব্যবহারের শিকার হতে হয়।অথচ এয়ারপোর্টে নিয়োজিত কর্তা ব্যাক্তিরা ভিআইপিদের নিয়ে ব্যাস্ত হয়ে পড়ে। আসলে বাংলাদেশের ভিআইপি হচ্ছে প্রবাসীরা। সরকারের কাছে দাবি জানাই, এয়ারপোর্টে প্রবাসীদের ভিআইপি মর্যাদা দেয়া হোক।
সৌদি আরবের জেদ্দা সিটিকর্পোরেশন মসজিদ আল ই ওয়ানের খতিব মাওলানা আমিনুল ইসলাম আরেফী বলেন, আমি দীর্ঘদিন ধরে সৌদি আরবে খতিব হিসেবে আছি। প্রতিদিন বহু বাংলাদেশী ভাইদের কষ্টের কথা শুনি। কিন্তু কিছু করতে পারিনা। প্রিয় জন্মভূমি বাংলাদেশে যাওয়ার সময় প্রবাসীরা যখন হেনস্থা হয় তখন কষ্ট আরো বহুগুনে বেড়ে যায়।
প্রবাসীদের সম্মানিত করার জন্য অন্তত এয়ারপোর্টে ভিআইপি মর্যাদা দেয়া হোক। মাহফিলে প্রধান অতিথি কুয়েত প্রবাসী আইয়ুব হোসেন চুন্ন মিয়া বলেন, প্রবাসীরা কি কষ্ট করে তা আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। দেশে থাকার পর দেশের মর্যাদা না বুঝলেও বিদেশে দেশের প্রতি মমত¦বোধ বেড়ে যায় বহুগুনে। দেশের সব ভালো কাজে সহায়তা করার আশ্বাস দেন তিনি।
খানেপুর ইসলামিয়া ইবতেদায়ী মাদারাসার উদ্যোগে তিন দিন ব্যাপী আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আরো বক্তব্য রাখেন, ড. মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান আল আযহারী, মাওলানা এমদাদুল হক সুলতানীসহ আরো অনেকে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.