|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সঙ্গীত বিষয়ক গ্রন্থ ‘ শাস্ত্রীয় সঙ্গীত দীপিকা’র মোড়ক উন্মোচন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০১৯
যীশু সেন :
বাগীশ্বরী সঙ্গীতালয়ের উদ্যোগে উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ক গ্রন্থ ‘শাস্ত্রীয় সঙ্গীত দীপিকা’ এর মোড়ক উন্মোচন উপলক্ষে দু’দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান গতকাল ১৮ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারি হাই কমিশনের অ্যাটাচি শ্রী লোকনাথ চ্যাটার্জী। ভারতীয় সহকারি হাই কমিশন, চট্টগ্রাম এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আর্য্য সঙ্গীত সমিতির উপাধ্যক্ষ পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী, কবি ও সাংবাদিক এজাজ ইউসুফী। বাগীশ্বরী সঙ্গীতালয়ের সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে ও বাচিক শিল্পী গৌতম চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক রিষু তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক যীশু সেন ও সদস্য সচিব পলাশ দে। ১ম দিনে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম আর্য্য সঙ্গীত সমিতির উপাধ্যক্ষ ও সুরতীর্থ’র অধ্যক্ষ পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন : দোলন কানুনগো (গীটার), রতন দত্ত (তবলা), পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী (কণ্ঠ), সুব্রত দাশ অনুজ (কণ্ঠ), উস্তাদ প্রকাশ বড়–য়া (কণ্ঠ), শিবু চৌধুরী (তবলা), প্রণব ভট্টাচার্য্য (তবলা), ফারুক আহমেদ (কণ্ঠ), রিষু তালুকদার (কণ্ঠ), গৌরী নন্দী (কণ্ঠ), দোলন দাশ (তবলা), সুমন সেন ও সানি ধর (কণ্ঠ যুগলবন্দী), পলাশ দে (তবলা), সানি দে (তবলা), অমি চক্রবর্তী (কণ্ঠ), বিজয় দেবনাথ (কণ্ঠ), রক্তিম ধর ও সোমি চক্রবর্তী (কণ্ঠ যুগলবন্দী), অর্পা চৌধুরী, পুনম চৌধুরী ও অর্কি চৌধুরী (তবলা লহরা)।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারি হাই কমিশনের অ্যাটাচি শ্রী লোকনাথ চ্যাটার্জী বলেন, সংস্কৃতি এমন একটি মাধ্যম যা মানুষের মনকে প্রসারিত করে। পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি কর্মকান্ডে যুক্ত রাখতে হবে। এতে করে ছাত্র-ছাত্রীদের নৈতিক অবক্ষয় থেকে মুক্ত থেকে সুন্দর ভবিষ্যত রচনা করতে পারবে। অসাম্প্রদায়িক সংস্কৃতিক চর্চা সমাজ পরিবেশ সুসংগঠিত করে দেশের কল্যাণে শান্তি ও উন্নতি করা যায়। শিল্পী রিষু তালুকদারের ' শাস্ত্রীয় সঙ্গীত দীপিকা' গ্রন্থটি সঙ্গীত প্রেমী ও ছাত্র-ছাত্রীদের উপযোগী গ্রন্থ এবং একটি বহুমাত্রিক শিক্ষামূলক সংস্কৃতিক চর্চার বিশেষায়িত প্রতিষ্ঠান বাগীশ্বরী সঙ্গীতালয় ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.