|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শ্রীনগরে শান্তির চেষ্টা’র উদ্যোগে সুবিধাবঞ্চিত ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০১৯
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগর উপজেলার মধ্যে অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'শান্তির চেষ্টা'র উদ্যোগে সুবিধাবঞ্চিত ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার ভাগ্যকুল কামারগাঁও এ আল-ইসরা ইসলামিক একাডেমিতে প্রায় ৩০০ শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সাবেক সচিব আকতারী মমতাজ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সায়হাম ডায়মন্ড এর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীনগর থানার উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ আনিসুর রহমান,ইউপি সদস্য আবুল কাশেম বাবু,সংগঠনটির সহ-সভাপতি তাইজুল ইসলাম উজ্জ্বল ও সাজ্জাদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন আকাশ ও ইমতিয়াজ আহমেদ রাসেল, শান্তির চেষ্টার সদস্য নাদিম, অপু, হৃদয় মোল্লা, আবির মৃধা, জসিম কাজী, করিম শেখ, মামুনুর রশীদ, রুবেল, আবু বক্কর, ফাহাদ, নাইম, হাসিবুল, মারিয়া,পার্সি,শারমিন প্রমুখ।
কর্মসূচিতে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপ-পুলিশ পরিদর্শক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আনিসুর রহমান কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.