|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বঙ্গবন্ধুর স্বপ্নের রেশ, রক্তে কেনা বাংলাদেশ। পুলিশ ছিলো অগ্রভাগে, আগামীতেও এগিয়ে রবে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০১৯
নিজস্ব প্রতিবেদক,
অদ্য ১৮/১২/২০১৯ খ্রিঃ ১১.০০ ঘটিকায় চাঁদপুর পুলিশ লাইন্স ড্রিলসেড এ জেলা পুলিশ চাঁদপুর কর্তৃক "মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী পুলিশ সদস্যদের সম্মাননা-২০১৯" এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহাবুবর রহমান পিপিএম(বার)।
অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান ৫৭ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। সম্মানিত পুলিশ মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধকালীন তাদের ব্যক্তিগত বিভিন্ন কর্মকান্ডের স্মৃতিচারন করেন। পুলিশ সুপার মহোদয় উপস্থিত প্রত্যেক পুলিশ মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।
স্বাধীনতা যুদ্ধে পুলিশ সদস্যদের সাহসী ভূমিকা সর্বদা চিরঅম্লান। মহান মুক্তিযুদ্ধে পুলিশের দক্ষ ভূমিকা ও বীরত্বের পরিচয় সর্বদাই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে অক্ষয় হয়ে থাকবে। স্বাধীনতার ইতিহাসের সঙ্গে রাজারবাগ ও বাংলাদেশ পুলিশের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এসময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.