|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টেকনাফে কথিত সাংবাদিক ইয়াসিন আরাফাত আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০১৯
কক্সবাজার প্রতিনিধি:
টেকনাফে ইয়াবা সংশ্লিষ্টতা থাকায় ইয়াসিন আরফাত নামের কথিত এক সাংবাদিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।
তথ্যসূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ভোর রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নুর হাফেজ ও সোহেল নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে করা মামলায় আরাফাত এজাহারভুক্ত আসামী ও তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার সংশ্লিষ্টতা থাকায় তাকে আটক করা হয়েছে।
ওসি জানিয়েছেন, আটক ইয়াসিন আরফাত সহ কয়েকজন সাংবাদিক পরিচয়দানকারীর বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার প্রমাণ মিলেছে। এ সংলগ্ন মামলাও হয়েছে। এ মামলা তাকে আটক করা হয়েছে।
তিনি জানান, ইয়াবা ব্যবসা নিরাপদ করতে ঢাল হিসেবে নিজকে বিভিন্ন মাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে একটি চক্র ইয়াবা ব্যবসা করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, আটক ইয়াছিন আরাফাত টেকনাফ সাংবাদিক ইউনিটির নির্বাহী সদস্যের দায়িত্বে ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.