|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নীলফামারীর ডোমার উপজেলার বিজয় দিবসের কর্মসূচী বর্জন মুক্তিযোদ্ধাদের।- দৈনিক বাংলার অধিকার।
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০১৯
মোঃ জুয়েল রানা ( নীলফামারী প্রতিনিধি)দৈনিক বাংলার অধিকার :নীলফামারীর ডোমার উপজেলার বিজয় দিবসের কর্মসূচী বর্জন করেছেন মুক্তিযোদ্ধারা। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠান চলাকালে পতাকা উত্তোলন করছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল পতাকা মঞ্চে উপস্থিত ছিলেন। এসময় সাবেক উপজেলা কমান্ডার নুরুন্নবীর নেতৃত্বে উপস্থিত মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
তাদের অভিযোগ, তোফায়েল আহমেদের বাবা শওকত আলী ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের শান্তি কমিটির সভাপতি ছিলেন এবং তোফায়েল নিজে ১৯৯১ সালের নির্বাচনে ফ্রিডম পার্টির প্রার্থীর প্রধান সমন্বয়ক ছিলেন। মহান বিজয় দিবসের অনুষ্ঠানে এরকম একজন বিতর্কিত ব্যক্তি পতাকা মঞ্চে উপস্থিত থাকায় তারা অনুষ্ঠানস্থান ত্যাগ করেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.