|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ত্রিশালে বণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০১৯
মামুনুর রশীদ , ত্রিশাল প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে বণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি ও শ্রদ্ধাঞ্জলি অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের পদভারে মুখরিত হয়ে ওঠে দরিরামপুর বাসষ্ট্যান্ডে অবস্থিত স্মৃতিসৌধ। স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। স্থানীয়
সরকারি নজরুল একাডেমি মাঠে কুচকাওয়াচে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির, সহকরি কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.