|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া বিজয় দিবস উপলক্ষে উত্তর যশপুরে ফ্রি মেডিকেল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান: দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০১৯
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
ছাগলনাইয়া উপজেলাধীন উত্তর যশপুর তৌহিদ ক্লাব'র আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় এ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিক ঈদগাহ্ ময়দানে বিজয় দিবস উপলক্ষে গরীব দুখী মানুষ ও ছাত্র ছাত্রীদের মাঝে ফ্রি মেডিকেল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান'র আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন'র উদ্ভোধনী অনুষ্ঠান'র মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগি রিয়াজ ওয়ায়েজ'র সভাপতিত্বে, এতে প্রধান অতিথি ছিলেন, মহামায়া ইউপি চেয়ারম্যান ও ইউপি আ'লীগের সাধারন সম্পাদক গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ আল মমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুল হক, কম্পিউটার অপারেটর জেলা পুলিশ সুপার কার্য্যলয়'র কামরুল হাসান, ফেনী প্রেস ক্লাব'র সাধারন সম্পাদক এন.এন জীবন, ইতালী প্রবাসী ও সমাজসেবক ইন্জিনিয়ার কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক আমিনুর রহমান শুভ, বীর মুক্তিযোদ্ধা ও সাধারন সম্পাদক উত্তর যশপুর জামে মসজিদ আমিনুল হক বাচ্চু, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার সোনালী ব্যাংক ছাগলনাইয়া মমিনুর রহমান, সিনিয়র ব্যবস্থাপনা অফিসার সাউথইস্ট ব্যাংক চট্রগ্রাম লুৎফুল কবির সোহাগ ও ওমান প্রবাসী মিলন হায়দার।
p
চাঁদগাজি হাই স্কুল এন্ড কলেজ'র সহকারি শিক্ষক মোঃ আজিম উদ্দিন'র সঞ্চালনায় বিজয় দিবস উপলক্ষে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ছাত্রীদের কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতায়, চিত্রাংকন ও বিভিন্ন ইভেন্টসে অংশগ্রহনকারি ও লটারির মাধ্যমে বিজয়ীদের মাঝে মোট ৫০ টি পুরুস্কার বিতরন করা হয়। তারমধ্য তানজিবুল হক ল্যাপটপ পেয়ে ১ম পুরুস্কার জিতে নেয়, ২য় নোভা ও ৩য় পুরুস্কার জিতে নেয় আফিয়া সুলতানা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন আগত অতিথিবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.