|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া বিজয়ের মাস উপলক্ষে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠান: দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০১৯
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি: মহান বিজয়ের মাস উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও উপজেলা পরিষদ'র সহযোগিতায় সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬ টায় ছাগলনাইয়া উপজেলা প্রসাশন, উপজেলা আ'লীগ, বিএনপি, জাসদ, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সামাজিক সংগঠন, সেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন স্কুল, কলেজ সহ অন্যন্য সংগঠন আদালত প্রাঙ্গনে শহীদ মিনার বেদিতে পুস্প অর্পন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরবর্তী সকাল ১০ টায় ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়'র প্রাঙ্গনে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ'র চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী (সোহেল)।
উক্ত প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহিদা আক্তার তানিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম'র যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আ'লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা আখতার শিল্পী, পৌর মেয়র এম মোস্তফা, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আদিল মাহমুদ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, মফিজ মাষ্টার, সাবেক কমান্ডার ইউছুপ মজুমদার, রফিকুল ইসলাম মজুমদার।
১৬ ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়'র প্রাঙ্গনে পৌরসভাধীন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল'র ছাত্র ছাত্রীরা কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অংশগ্রহন করে। উক্ত কুচকাওয়াজ ও শরীর প্রদর্শনীর প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ছাগলনাইয়া থানা পুলিশ পরিদর্শক ইয়াছির আরাফাত। কুচকাওয়াজ ও শরীর প্রদর্শনীতে বিজয়ী ও বিভিন্ন ইভেন্টসে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন আগত অতিথিবৃন্দ।
বিকাল ৩ টায় বিজয়ের মাস উপলক্ষে পৌর মেয়র এম. মোস্তফার সভাপতিত্বে সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধাদের নিয়ে এক ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের। উক্ত প্রীতি ম্যাচ খেলোয়াড়দের মাঝে পুরুস্কার বিতরন করেন আগত অতিথি। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল, কলেজ ,মাদ্রাসা, কিন্ডার গার্ডেন, সরকারী শিশু পরিবারের ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলি, মুক্তিযোদ্ধা, অভিবাবক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনীর পেশাজীবি মানুষ।
সন্ধ্যায় ৬ টায় উপজেলা অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রসাশন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.