|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চালিতাবুনিয়াতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০১৯
ওমরসানি,রাঙ্গাবালীঃ
রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়াতে যথাযথ মর্যাদায় আজ ১৬ই ডিসেম্বর, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান কতৃক মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চালিতাবুনিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নেতৃত্বে র্যালি করা হয়েছে।
র্যালি শেষে চালিতাবুনিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয় অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন,চালিতাবুনিয়া ইউনিয়ন আওয়ামী-লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও চালিতাবুনিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি জনাব মো.মাহবুব হাওলাদার-----এর আগে সকাল ৫ টায় চালিতাবুনিয়া ইউনিয়ন আওয়ামী-লীগ কার্যালয় বিজয় দিবস উপলক্ষে দোয়া ও মোনাজাত দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সভাপতি জনাব,মু.জাহিদুর রহমান হাওলাদার,চালিতাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলিগের সহ-সভাপতি মো.রফিকুল ইসলাম,ইউনিয়ন যুবলীগ সভাপতি রানা হাওলার ও সম্পাদক অরুন চৌকিদার,পটুয়াখালী জেলা স্বেচ্ছা-সেবকলীগের অন্যতম সদস্য সোহাগ রহমান, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ফাহিম হাওলাদার,ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি স্বপন গাজী,ইউনিয়ন আওয়ামীলিগের সদস্য ফয়েজ গাজী, সহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.