|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
নিয়ামতপুর ডিবি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আটক-২ : দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ ডিসেম্বর, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশনা অনুযায়ী নিয়ামতপুরে অভিযান চালিয়ে ৮০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।
আটককৃতরা হলো নওগাঁ জেলার নিয়ামতপুর থানার চৌরাপাড়ার মৃত. আব্দুল কাইয়ুমের ছেলে জাকির হোসেন (২৬) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার গনইর রোডপাড়া গ্রামের আব্দুল বাসেদের ছেলে রনি মিয়া (২৪)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকাল পৌনে ৩টার সময় পুলিশ পরিদর্শক (ডিবি) শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক (ডিবি) মিজানুর রহমান মিজান, উপ-পরিদর্শক (ডিবি) ফেরদৌস আলী সঙ্গীও একটি চৌকস দল নিয়ামতপুর উপজেলার চৌরাপাড়া ফাজিল মাদ্রার পাশে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
নওগাঁ ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার চৌরাপাড়া ফজিল মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮০০ পিচ ইয়াবা ট্যবলেট জব্দ করা হয়েছে। এবিষয়ে নিয়ামতপুর থানায় মামলা দায়ের হয়েছে।
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি:-০১৭৬১৫৮০৯৫৯
১৫ ডিসেম্বর/২০১৯ ইং
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.