|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
কচুয়ায় নগদ টাকাসহ ৭ জুয়ারি গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ ডিসেম্বর, ২০১৯
স্টাফ রিপোর্টারঃ
কচুয়ায় নগদ টাকাসহ ৭ জুয়ারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার মধ্য রাতে কচুয়া থানার এসআই মনিরুজ্জামান ভুইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের সাহারপাড় লতিফ মেম্বারের বসত ঘর থেকে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়ারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল:উপজেলার সাহার পাড় গ্রামের আ: লতিফের ছেলে মো: কামাল হোসেন,আ: কাদেরের ছেলে কবির হোসেন,পাড়াগাঁও গ্রামের আ: রবের ছেলে শহীদ উল্লাহ, মৃত আ: বারেকের ছেলে জাকির হোসেন,মৃত আ:আজিজের ছেলে জাকির হোসেন, বড় তুলাগাঁও গ্রামের আ: মতিনের ছেলে শিহাব,পালগিরি গ্রামের সুলতান আহমেদের ছেলে মো: ইউসুফ। এসময় পুলিশ জুয়া খেলার নগদ ১০হাজার ৩শত ৮০টাকা ও ১৪৮টি তাস জব্দ করে।রবিবার জুয়া আইনে মামলা দিয়ে ৭ জুয়ারিকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
ছবি: কচুয়া থানায় গ্রেফতারকুত ৭ জুয়ারি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.