|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
সাপাহারে মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে এক্স-স্টুডেন্ট ফোরামের কমিটি গঠন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ ডিসেম্বর, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: "স্মৃতিকে আকঁড়ে ধরি, সত্য-সুন্দর জীবন গড়ি" এই স্লোগান কে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলা সদরের ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়ের "এক্স-স্টুডেন্ট ফোরাম" নামের একটি কমিটি গঠন করা হয়েছে।
কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীর উদ্যোগে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কমিটি গঠন উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভা ও স্মৃতিচারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রেজাউল করিম (বুলবুল)। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীগণ উপস্থিত থেকে স্মৃতি চারণ করেন।
শেষে উপস্থিত সকল প্রাক্তন শিক্ষার্থীর সিদ্ধান্তে "পাইলট উচ্চ বিদ্যালয় এক্স-স্টুডেন্ট ফোরাম" নামের একটি সংগঠন গঠন করা হয়।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলমের উপস্থিতিতে রেজাউল করিম (বুলবুল) মাষ্টার কে সভাপতি, সাংবাদিক জুয়েল রহমান মাষ্টার কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মাসুদ রানা মাষ্টার (সহ-সভাপতি), তারেক মাহমুদ (সহ-সভাপতি), প্রভাষক জিয়াউর রহমান (যুগ্ম-সাধারণ সম্পাদক), সাংবাদিক সোহেল চৌধুরী রানা (সাংগঠনিক সম্পাদক), অপু রাসেল (প্রচার ও দপ্তর সম্পাদক), খলিলুর রহমান মাষ্টার (শিক্ষা বিষয়ক সম্পাদক), বনি ইসরাইল (পরিকল্পনা বিষয়ক সম্পাদক), ফরিদুল ইসলাম (অর্থ বিষয় সম্পাদক), শাহ আলম (অভ্যর্থনা বিষয়ক সম্পাদক), আনোয়ার হোসেন ও রহমান কে কার্যনির্বাহী সদস্য করা হয়।
কমিটির প্রধান উপদেষ্টা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম কমিটির নাম ঘোষনা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.