|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া ৩৯ তম বিসিএস নব নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তাদের সংবর্ধনা: দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ ডিসেম্বর, ২০১৯
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র উদ্যোগে ৩৯ তম বিসিএস এর নব নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তাদের যোগদান উপলক্ষে জাঁকজমকপূর্ণ ভাবে সংবর্ধনা দেওয়া হয়। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানটি বি,এম,এ (ফেনী) প্রফেসর ডাঃ সাহেদুল ইসলাম কাউসার'র উদ্ভোধনী অনুষ্ঠান'র মাধ্যমে উক্ত সংবর্ধনার কার্যক্রম শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ছাগলনাইয়া প্রেস ক্লাব'র সাধারন সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক নুরুজ্জামান সুমন ও নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তার পক্ষে ডাঃ মোঃ সাইদুর রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন'র সভাপতিত্বে ও ডাঃ মোঃ মাহবুব ও কমিউনিটি ক্লিনিক'র ডাঃ কাজী আরেফিন'র যৌথ সঞ্চালনায়, এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ'র সভাপতি এনামুল হক মজুমদার, পৌর মেয়র ও পৌর আ'লীগ'র সভাপতি এম. মোস্তফা, ছাগলনাইয়া থানা ইনছার্জ অফিসার মেজবাহ উদ্দিন আহমেদ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১১ জন নব নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আগত অতিথি বৃন্দরা তাদের বক্তব্য বলেন, ডাক্তার ও রোগীর সম্পর্ক যেন পরম আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকে সেই লক্ষ্য সেবা দিয়ে যাবেন বলে আমরা আশাবাদী।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র ডাক্তার, নার্স কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.