|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা: দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ ডিসেম্বর, ২০১৯
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে ছাগলনাইয়া উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত ও উপজেলা পরিষদ'র সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের'র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আখতার শিল্পী, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহিদা আক্তার তানিয়া, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আত্মার মাগফেরাত কামনা করে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বুদ্ধিজীবিদের আত্মত্যাগ'র ইতিহাস তুলে ধরেন। বক্তারা আরো বলেন বাঙ্গালী জাতীকে মেধা শূন্য করতে পাক হানাদার বাহিনীর সাথে রাজাকার, আলসামস, আলবদর একত্রিত হয়ে ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে বুদ্ধিজীবিদের হত্যা করে। বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভার শেষে উপজেলা বাংলাবাজার গনকবরের বধ্যভুমিতে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন, প্রদীপ প্রজ্জলন ও মোনাজাত করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম'র উপস্থাপনায়, এতে আরো উপস্থিত ছিল জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, রফিকুল ইসলাম মজুমদার, মাস্টার মফিজুর রহমান, অন্যন্য মুক্তিযোদ্ধা, ছাত্র ছাত্রী, উপজেলা পরিষদ'র কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.