|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
খুলনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ ডিসেম্বর, ২০১৯
স্বপন কুমার রায় খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ (শনিবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
দিবসটির তাৎপর্য তুলেধরে অতিথিরা বলেন, পাকিস্তানী সামরিক বাহিনী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ দিকে যখন বুঝতে পারে তাদের পরাজয় নিশ্চিত, তখন বাঙালি জাতিকে মেধাশূণ্য করার নীল নকশা তৈরি করে। এজন্য ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ব থেকে তালিকা করা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। শহীদ বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে যেত। সেদিনের সেই পরাজিত শক্তির দোসররা যেন এদেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য বুদ্ধিজীবীদের আত্মহুতি এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, কেএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ এহসান শাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, অন্যতম সংবিধান প্রণেতা অ্যাডভোকেট এনায়েত আলী, সাবেক মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবুর রহমান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী প্রমুখ। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।( তথ্যবিবরনী পিআইডি খুুলনাা)।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.