|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার গল্লামারী স্নৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মালা অর্পনের মধ্যদিয়ে বুদ্ধিজীবি দিবসের কর্মসুচি শুরু- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ ডিসেম্বর, ২০১৯
স্বপন কুমার রায় খুলনাজেলা প্রতিনিধিঃ
শুক্রবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১মিনিটে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির শুরু করা হয়।আনুষ্ঠানিকভাবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।
এসব দল ও সংগঠনের মধ্যে ছিলো মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ জেলা ও মহানগর, বিএনপি জেলা ও মহানগর, ১৪ দল যুবলীগ, ছাত্রলীগ, খুলনা প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদ,খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য, সেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত অধিকারী, এমডিএ বাবুল রানা সহ আওয়ামী লীগের জেলা ও মহাগর এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এছাড়াও বিএনপির মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষও স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। তাদের ভিড়ে মধ্যরাতে স্মৃতিসৌধে যেন মানুষের ঢল নামে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.