|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
সোনাগাজী টিভি (অনলাইন) অফিস ও স্টুডিও উদ্বোধন -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০১৯
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:
সোনাগাজী থেকে প্রচারিত জনপ্রিয় অনলাইন টেলিভিশন চ্যানেল সোনাগাজী টিভির প্রধান কার্যালয় ও স্টুডিও শাহজাহান কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ১৩ই ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।
সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সোনাগাজী টিভির প্রধান পরিচালক গাজী মোহাম্মদ হানিফের সভাপতিত্বে ও পরিচালক মোহাম্মদ ইকবাল হোসাঈনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন- সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ও সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার মোঃ ইসমাঈল হোসেন, বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক.খ.ম ইসহাক খোকন, সোনাগাজী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জিএস নিউজের সম্পাদক মেহরাব হোসেন মেহেদী, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আবদুল্লাহ আল মোমিন শিমুল ।
আরো উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দৈনিক একুশে সংবাদ ফেনী জেলা ব্যূরো চীপ কবি মহিউদ্দিন খোকন, দৈনিক খবরপত্র প্রতিনিধি ছালাহ উদ্দিন, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উল্যাহ বাহার, আল হেলাল একাডেমীর সিনিয়র শিক্ষক মোমিন আহমেদ জুয়েল, উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি আজগর হোসেন, স্বাস্থ্য সহকারী পলাশ বাবু, মুক্তিযোদ্ধা সন্তান আকবর হোসেন খন্দকার রিগ্যান, সাংবাদিক আলমগীর হোসেন রিপন, স্বদেশ প্রতিভা বিকাশ সাহিত্য পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন মেহদী, দৈনিক দেশেরপত্র সোনাগাজী প্রতিনিধি এস এন আবসার সোহাগ, দৈনিক হাজারিকা প্রতিনিধি আবদুর রহিম প্রমুখ ।
উদ্বোধন শেষে অতিথিরা সোনাগাজী টিভি (এসটিভি অনলাইন) এর প্রশংসা করে সঠিক তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করার আহ্বান জানান, এসটিভি পরিবার কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.