|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০১৯
মো: মাসুদ রানা,কচুয়াঃ
কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পালাখাল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পরিচিতি সভার আয়োজন করা হয়। ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জিএম আলী আশর্^াদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানা এসআই মো: হুমায়ুন কবির।
এসময় তিনি বলেন, মাদক,বাল্যবিবাহ,ইভটিজিং সহ নানা অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই এসব অপকর্ম রোধ করতে পুলিশিং কমিটির কঠোর ভূমিকা রাখতে হবে।
ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক আব্দুল হালিম দেওয়ানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পুলিশিং কমিটির সাধারন সম্পাদক প্রানধন দেব, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার,এসআই মনিরুজ্জামান প্রমুখ।
বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি খলিলুর রহমান,৪নং ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন সহ আরো অনেকে। এসময় পালাখাল মডেল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.