|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁ ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ ডিসেম্বর, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার বর্ষাইল স্কুলপাড়ায় ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ১৪০ পিচ এ্যাম্পুল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নওগাঁ জেলা শাখা গোয়েন্দ পুলিশ (ডিবি)।
আটক কৃতরা হলেন, সদর উপজেলার বর্ষাইল স্কুল পাড়া গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে ফজলুর রশিদ (৪০) অপরজন মহাদেবপুর উপজেলার ভরট্র কোয়ালীপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে সোহেল রানা (২৬)।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৯ টায় উপজেলার বর্ষাইল স্কুলপাড়া গ্রামে ফজলুর রশিদের নিজ বাড়িতে এসআই মিজানুর রহমান, এসআই ফেরদৌস, এসআই সোহেল সঙ্গীও ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এবিষয়ে এস আই (ডিবি) মিজানুর রহমান মিজান বলেন, সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.