|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ ডিসেম্বর, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে তিতুমীর এক্মপ্রেস ট্রেনে কাটা পড়ে ফেরদৈাস আলম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মোহাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৈাস আলম উপজেলার মোহাদিঘী গ্রামের মৃত. মফিজ উদ্দিন খাঁনের ছেলে।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে উপজেলার মোহাদিঘী নামকস্থানে ফেরৗদাস ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কিভাবে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছে তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.