|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
খুলনাজেলা আওয়ামীলীগের নেতৃত্বে শেখ হারুন ও সুজিত,মহানগর আঃলীগে তালুকদার খালেক ও বাবলু রানা -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ ডিসেম্বর, ২০১৯
স্বপন কুমার রায়, খুলনা জেলা প্রতিনিধিঃ-
খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা আওয়ামী লীগে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদকে সভাপতি ও অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।অপরদিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক হয়েছেন এমডিএ বাবুল রানা।
মঙ্গলবার বিকালে খুলনা সার্কিট হাউস মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলর অধিবেশনে তাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।মহানগর ও জেলায় সভাপতি পদে দুজনই পুননির্বাচিত হয়েছেন। তবে মহানগরের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা আগের কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। অন্যদিকে জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী আগের কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।সকালে খুলনা সার্কিট হাউজ ময়দানে দলের সভাপতিমণ্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্যের বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. মসিউর রহমান। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।স্বাগত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.