|| ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ ডিসেম্বর, ২০১৯
স্টাফ রিপোর্টার,কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামে নীরিহ পরিবারের সম্পত্তি সংক্রান্ত বিষয়ের জের ধরে বিজ্ঞ আদালতে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার বিকালে স্থানীয় ওয়ার্ডবাসীর আয়োজনে উপজেলার কাদলা ফাযিল মাদ্রাসা মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দা মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মো. হাসান ব্যাপারীর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কাদলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক গাজী মো. ইউসুফ, ইউপি সদস্য মো. আলাউদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. ওমর ফারুক মজুমদার, সাধারন সম্পাদক শহীদ উল্যাহ, আওয়ামীলীগ নেতা ও ভোক্তভোগী মামলার প্রধান আসামী মো. খোরশেদ আলম মজুমদার, ভোক্তভোগী পরিবারের সদস্য মো. ইদ্রিছ আলীসহ আরো অনেকে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কাদলা গ্রামের অধিবাসী মো. জয়নাল আবেদীন মিয়াজী ও একই গ্রামের মো. ইদ্রিছ মিয়া ও সিরাজুল ইসলাম গংদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এঘটনায় মো. জয়নাল আবেদীন মিয়াজী জমি সংক্রান্ত বিরোধ নিয়ে চাঁদপুরের বিজ্ঞ আদালতে ভোক্তভোগী পরিবার ও এলাকার মোড়লসহ ক্ষমতাসীন নেতাকর্মীদের আমাসী করে মিথ্যা ঘটনা সাজিয়ে চাঁদাবাদী মামলা দায়ের করে হয়রানী করছেন। আমরা গ্রামবাসী এর তীব্র নিন্দা জানাই। ওই মিথ্যা মামলা অভিলম্বে প্রত্যাহার করে নীরিহ পরিবারের সাথে জমি সংক্রান্ত রিবোধ দ্রæত সমাধানের জোর দাবী জানাই। প্রতিবাদ সভা শেষে গ্রামের শত শত নারী-পুরুষ কাদলা বাজারে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করেন।
এ ব্যাপারে অভিযুক্ত মো. জয়নাল আবেদীন জানান, আমার জায়গায় আমি দখলে রয়েছি। প্রতিপক্ষরা আমার জায়গায় দখলের চেষ্টা করে বাড়ীর চলাচলের গেইটে বেড়া দিয়ে, হামলা-ভাংচুর করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.