|| ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
সৈয়দপুর ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০১৯
মোঃ জুয়েল রানা, নিলফামারী প্রতিনিধি।
দেশের ২৮টি দল নিয়ে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হলো মরহুম ইমতিয়াজ আহমেদ ইন্টু টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সৈয়দপুর ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এ টুর্নামেন্টের আয়োজন করে।
আজ সোমবার অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। এতে টসে জিতে ব্যাট করতে যায় সৈয়দপুর ক্রিকেট ক্লাব। নির্ধারিত ওভারে সংগ্রহ করে ১৫৬ রান। জবাবে ন্যাশনাল ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ ওভার ব্যাট করে সংগ্রহ ১২৬ রান। ফলে ৩০ রানে চ্যাম্পিয়ণ হয় সৈয়দপুর ক্রিকেট ক্লাব।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সৈয়দপুর ক্রিকেট ক্লাবের চান এবং একই ক্লাবের সাকলান নির্বাচিত হয় ম্যান অব দ্যা টুর্নামেন্ট।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রাবেয়া আলিম চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারন সম্পাদক মহসিনুল হক সহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রিকেট সংগঠকগন উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.