|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাপাহারে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ প্রতিনিধি:
“নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা” এই স্লোগাণ কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকাল ১০ টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার, কৃষি অফিসার মুজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, মহিলা বিষয়ক অফিসার সুলতান মাহমুদ, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নূরুল হক মাষ্টার প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ৫ জন জয়িতার হাতে ক্রেষ্ট তুলে দেন। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, ইউপি চেয়ারম্যানগন, এনজিও কর্মকর্তা সহ অনেকেই উপস্থিত ছিলেন। একই সময় উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.