|| ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি
গলাচিপায় আন্তর্জাতিক দূর্ণীতিবিরোধী দিবস পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০১৯
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি ঃ
সোমবার গলাচিপায় মানব বন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আর্ন্তজাতিক দুর্ণীতিবিরোধী দিবস পালিত হয়েছে। স্থানীয় অফিসার্স ক্লাবে উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ রফিকুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.গোলাম মোস্তফা, সংগঠনের সহ সভাপতি ফকরুল ইসলাম, সাধারন সমম্পাদক আ. রব শিকদার, প্রধান শিক্ষক ও সাংবাদিক সমিত কুমার দত্ত মলয়। বক্তব্য রাখেন সাংবাদিক মুশফিকুর রহমান রিচার্ড, আবুবকর শিবলি, সবুজ পাল প্রমুখ। এ সময় ইউএনও বলেন সরকারের উচ্চ পর্যায় থেকে নতুন প্রযন্মকে দুর্ণীতি মুক্ত রেখে দেশ গড়ার উদ্যোগ নেয়া হয়েছে। এখন একটাই শ্লোগান “দুর্ণীতির সময় শেষ গড়বো সোনার বাংলাদেশ”। সভাশেষে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সড়কে ২০ মিনিটব্যপি মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ইউএনওসহ চার শতাধিক বিভিন্ন শ্রেণি পেষার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.