|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ভালুকায় দুই বাসের সংঘর্ষে আহত ৪৫- দৈনিক বাংলা অধিকার
প্রকাশের তারিখঃ ৮ ডিসেম্বর, ২০১৯
মামুনুর রশীদ (ময়মনসিংহ )প্রতিনিধি :
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহরাবাড়ি নামক স্থানে দুই বাসের সংঘর্ষে ৪৫ জন আহত হয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে মিলের শ্রমিকবাহী একটি বাস ভালুকাগামী অপর একটি মিনিবাসকে পেছন থেকে ধাক্কা দিলে দুটি বাসই রাস্তার পাশে খাদে পড়ে যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকাগামী মিলের শ্রমিকবোঝাই একটি বাসকে একই গামী একটি ট্রাক ওভারটেক করে চাপ দিলে শ্রমিকবোঝাই বাসটি একটি হাইওয়ে মিনিবাসকে পেছনে ধাক্কা দিলে দুটি বাসই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে পড়ে। এতে ৪৫ যাত্রী আহত হন।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় অন্তত ১৫ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রকিব হাসান জানান, একটি মিনিবাস অপর বাসকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৪৫ যাত্রী আহত হয়েছে। আহতদের মাঝে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.